নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হয়েছেন সুরাইয়া পারভীন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩


নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হয়েছেন সুরাইয়া পারভীন
যুগ্মসচিব সুরাইয়া পারভীন শেলী

নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সুরাইয়া পারভীন শেলী।


মঙ্গলবার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।


রাষ্ট্রপতির আদেশের ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান।


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েছেন তোফাজ্জল হোসেন


প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।


জেবি/ আরএইচ/