দুই ডোজ টিকার আওতায় ৭ কোটি ৬৭ লাখ মানুষ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দুই ডোজ টিকার আওতায় ৭ কোটি ৬৭ লাখ মানুষ

করোনার প্রতিরোধে টিকা কর্মসূচি শুরু থেকে এখন পর্যন্ত দুই ডোজ টিকার আওতায় এসেছে কোটি ৬৭ লাখ ৫০ হাজার ৩৩৫ জন মানুষ। আর প্রথম ডোজের আওতায় এসেছে ১০ কোটি ২৫ লাখ হাজার ৬২৮ জন। এছাড়াও এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ৩১ লাখ হাজার ৬৪ জন। 

সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৮ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ২৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) সারাদেশে ২১ লাখ ১১ হাজার ২৭৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে লাখ ৪৯ হাজার ৪৬২ জনকে প্রথম ডোজ এবং ১২ লাখ ৬৪ হাজার ৪৫৯ জনকে দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৯৭ হাজার ৩৫৭

' ); }

বিজ্ঞাপন

পাঠকপ্রিয়