দুই ডোজ টিকার আওতায় ৭ কোটি ৬৭ লাখ মানুষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
করোনার প্রতিরোধে টিকা কর্মসূচি শুরু
থেকে এখন পর্যন্ত দুই
ডোজ টিকার আওতায় এসেছে ৭ কোটি ৬৭
লাখ ৫০ হাজার ৩৩৫
জন মানুষ। আর প্রথম ডোজের
আওতায় এসেছে ১০ কোটি ২৫
লাখ ৩ হাজার ৬২৮
জন। এছাড়াও এখন পর্যন্ত বুস্টার
ডোজ পেয়েছেন ৩১ লাখ ৩
হাজার ৬৪ জন।
সবমিলিয়ে
দেশে এখন পর্যন্ত মোট
১৮ কোটি ২৩ লাখ
৫৭ হাজার ২৭ ডোজ টিকা
দেওয়া হয়েছে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড
জনসনের টিকা।
স্বাস্থ্য
অধিদফতর থেকে পাঠানো করোনার
টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য
জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) সারাদেশে ২১ লাখ ১১ হাজার ২৭৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ লাখ ৪৯ হাজার ৪৬২ জনকে প্রথম ডোজ এবং ১২ লাখ ৬৪ হাজার ৪৫৯ জনকে দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৯৭ হাজার ৩৫৭