রাবিতে শেষ দিনের ভর্তি পরীক্ষা শুরু

বুধবার (৩১ মে) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
বিজ্ঞাপন
২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'সি' ইউনিট (অবিজ্ঞান) ও 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
বুধবার (৩১ মে) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
বিজ্ঞাপন
বি ইউনিটে প্রধান সমন্বয়ক অধ্যাপক এম ফরিদুল ইসলাম জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে জালিয়াতিসহ যেকোন অনিয়ম প্রতিরোধে শিক্ষক ও সংশ্লিষ্টরা তৎপর রয়েছেন। সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষাটি সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শেষ দিনে তিন শিফটে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। প্রথম শিফটে সি ইউনিটভুক্ত (অবিজ্ঞান) ১ হাজার ৫৫৬ জন, দ্বিতীয় শিফটে বি ইউনিটের ২৬ হাজার ৯০৪ জন এবং শেষ শিফটে বি ইউনিটভুক্ত (অ-বাণিজ্য) ১৩ হাজার ৭৭১ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন। সি ইউনিটে আসন রয়েছে ৫৬০টি। আবেদন পড়েছে ৩০ হাজার ৬৭৪টি। সেই হিসেবে প্রতি আসনে লড়ছেন ৫৭ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১ ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নে অনুষ্ঠিত হবে। ৮০টি প্রশ্নের নম্বর ১০০। প্রতি ৪ ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে। নূন্যতম পাশ নম্বর ৪০।
জেবি/এসবি