Logo

বিএনপিপন্থি ১৫০ আইনজীবীর বিরুদ্ধে জিডি

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৩, ২৪:০২
22Shares
বিএনপিপন্থি ১৫০ আইনজীবীর বিরুদ্ধে জিডি
ছবি: সংগৃহীত

বুধবার রাতেই এ জিডি করেছেন তদন্ত পূর্বক আমরা এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণের সময় এজলাসে আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনায় বিএনপির আন্তজার্তিক বিষয় সম্পাদক মাসুদ আহম্মেদ তালুকদারসহ ২৮ আইনজীবীর বিরুদ্ধে নাম উল্লেখ করে জিডি করা হয়েছে। 

জিডিতে বিএনপিপন্থি ১০০/১৫০ জনের অজ্ঞানতামা আইনজীবী কথাও উল্লেখ করা হয়েছে। জিডির বিষয় তদন্ত করে ব্যবস্থা নিবেন কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার (৩১ মে) কোতয়ালী থানার অফিসার ইনচার্জ শাহীনুর রহমান জনবাণীকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন,আদালতে হট্টোগোলের ঘটনায় একটি জিডি করেছেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন। বুধবার রাতেই এ জিডি করেছেন। তদন্ত পূর্বক আমরা এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

বিজ্ঞাপন

যাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, এ্যাডভোকেট সেলিম, মিলন, মিনহাজ রানা, আনোয়ার হোসেন, মো. জাবেদ, শফিকুল ইসলাম শফিক, আব্দুল হান্নান, আব্দুল খালেক মিলন, জহিরুল ইসলাম কাইয়ুম, তাহমিনা আক্তার হাশমী, শামিমা আক্তার শাম্মি, নারগিস সুলতানা মুক্তি, ওমর ফারুক ফারুকী, মো. নিজাম উদ্দিন নিজাম, মো. ইব্রাহীম স্বপন, মো. মোয়াজ্জেম, মো. নুরুজ্জামান, এইচ এম মাসুম, মো. হিরা, মো. সামছুজ্জামান দিপু, মো. বিল্লাল হোসেন, মো. মাসুম হাসান, মো. নিহার হোসেন ফারুক, মো. তাহেরুল ইসলাম তৌহিদ, মো. হাফিজুর রহমান হাফিজ, জহিরুল ইসলাম মুকুল, নুরুজ্জামান তপনসহ আরও ১০০/১৫০ জন অজ্ঞাতনামা।

বিজ্ঞাপন

জিডিতে বলা হয়, মঙ্গলবার (৩০ মে) মহানগর দায়রা জজ কোর্ট ও বিশেষ ট্রাইবুনাল ১ এ তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। দুপুরের বিরতির পর মহানগর দায়রা জজ বেলা ৩ টায়  মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করেন। কিছুক্ষনের মধ্যে মামলার বিচারিক কার্যক্রমকে ব্যহত করার লক্ষ্যে উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীরা মামলার স্বাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করে প্রভাবিত করার চেষ্টা করে আদালতের ভিতর হৈ-চৈ হট্টগোলসহ স্বাক্ষীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। 

বিজ্ঞাপন

আদালতে উপস্থিত এডিশনাল পি.পি এ্যাডভোকেট তাপস পাল ও দুদকের পিপি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন তাদেরকে শান্ত করার চেষ্টা করলে  বিএনপিপন্থী আইনজীবীরা বিভিন্ন ধরনের শ্লোগান প্ৰদাণসহ হৈ-চৈ হট্টগোল করিয়া বিচারিক কার্যক্রম ও স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করে। এতে আদালতের ভিতরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হলে মহানগর দায়রা জজ আদালত সাময়িক মূলতবি করেন। 

বিজ্ঞাপন

পরবর্তীতে থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। আরও কিছু সময় পরে আওয়ামীপন্থী আইনজীবীগণ আদালতে প্রবেশ করলে বিএনপিপন্থী উল্লেখিত সকল আইনজীবীরা হৈ-চৈ হট্টগোল করতে করতে আদালত কক্ষ ত্যাগ করে। পরবর্তীতে আদালত পুনরায় মামলার সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণসহ দিনের পরিবর্তী বিচারিক কার্যক্রম শেষ করেন।

জেবি/ আরএইচ

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD