নির্মাণকাজের সময় মাটি ধসে প্রাণ গেল ৩ শ্রমিকের

বেশ কিছু দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল।
বিজ্ঞাপন
ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন একটি ব্রিজের মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪জন।
বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় দুর্ঘটনা ঘটে। সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলেন, ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার অন্তর (২৮), কৈজুরী এলাকার জুলহাস (২৭) ও বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯)।
বিজ্ঞাপন
ওসি সুব্রত গোলদার জানান, বেশ কিছু দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। বুধবার বেলা সাড়ে ১১টায় সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক। বিস্তারিত পরে জানানো হবে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








