ফরিদপুরে বিশ্ব তামাক মুক্ত দিবসে আলোচনা সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩


ফরিদপুরে বিশ্ব তামাক মুক্ত দিবসে আলোচনা সভা
প্রতীকী ছবি

‘তামাক নয় খাদ্য ফলান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলীর‌ সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে দশটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদপুর মো. কামরুল আহ্সান তালুকদার পিএএ। 


আরও পড়ুন: ময়মনসিংহে সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা


বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মো. আশেকুল  ইসলাম, ভোক্তা অধিকার অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা তামাকের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, যুব ও ছাত্র সমাজকে রক্ষা করতে হলে তামাকের ক্ষতিকর দিক গুলি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার প্রচারণা চালানোর ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সীমান্ত এলাকায় মাদকের চোরা কারবার রোধকল্পে জিরো টলরেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের  যুব ও ছাত্র সমাজকে রক্ষা করতে হলে সবাইকে  সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


জেবি/ আরএইচ