শ্রীনগরে মাদক সেবীর আক্রমণে আহত ১৫


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ১লা জুন ২০২৩


শ্রীনগরে মাদক সেবীর আক্রমণে আহত ১৫
মো. ইয়াছিন

শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের হাতরপাড়া-সবুজগ্রামে মো. ইয়াছিন (১৯) নামে এক মাদক সেবীর আক্রমণে ১৫ জন আহত হয়েছে। 


পরে এলাকাবাসীর সহযোগীতায় শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই মাদক সেবীকে আটক করতে সক্ষম হন। মাদক সেবী ইয়াছিন হাতরপাড়া সবুজ গ্রামের মো. বাহাদুরের ছেলে। মাদক সেবী ইয়াছিন মাদকের টাকার জন্য নিজেদের বসতঘরে আগুন দেয়। 


প্রতিবেশীরা আগুন নিভাতে এগিয়ে আসলে ইয়াছিন ধারালো দা হাতে ভয়ভীতি প্রদর্শন করার পাশাপাশি ইট পাটকেল ছুড়তে থাকে। ইট পাটকেলের আঘাতে প্রতিবেশীরা আহত হয়। এর মধ্যে ১ জনের মাথা ফাঁটে। গত বুধবার বিকালে সবুজগ্রামে এই ঘটনা ঘটে। 


আরো পড়ুন: ঘোড়াঘাটে মাদকসহ আদিবাসী নারী আটক


প্রতিবেশীরা মাদক সেবীকে পাকরাও করতে ঘন্টাব্যাপী চেষ্টা চালায়। স্থানীয়রা জানায়, মাদক সেবী ইয়াছিন মাদকের টাকার জন্য বাড়িতে উৎপাত শুরু করে। এক পর্যায় সে নিজেদের থাকার ঘরে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। প্রতিবেশীরা আগুন নিভাতে গেলে ইয়াছিন ইট পাটকেল ছুড়তে থাকে। 


এতে আমির হোসেনের মাথা ফাঁটে ও কমপক্ষে ১৫ জন আহত হয়। ঘরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় ইয়াছিনের ভয়কে উপেক্ষা করে প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ আসার খবর পেয়ে ইয়াছিন ধারালো দা হাতে দৌড়ে বসতঘরের দুতলায় অবস্থান নেয়। 


পুলিশের উপস্থিতি লক্ষ্য করে ইয়াছিন ঘরের দুতলা থেকে লাফ দিয়ে নিচে পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ইয়াছিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক সেবীর হামলার শিকার প্রতিবেশী আমির হোসেন, সোহরাব, নিজাম সরকার, রাজু, আরাফাত, তুষার, জুয়েল, সাকি, আলভীসহ আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মো. বাহাদুর বাদি হয়ে মাদক সেবী পুত্র ইয়াছিনের বিরুদ্ধে শ্রীনগর মামলা দায়ের করেন। 


মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য বলেন, মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামীকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আরএক্স/