বাড়বে যেসব পণ্যের দাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১লা জুন ২০২৩


বাড়বে যেসব পণ্যের দাম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের তৃতীয় মেয়াদের শেষ (২০২৩-২৪ অর্থবছরের)  ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


বৃহস্পতিবার (৩১ মে) বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেন। 


বাজেটে বেশ কিছু পণ্যে শুল্ক আরোপ বা আগের চেয়ে বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে।


আরও পড়ুন: যেসব পণ্যের দাম কমবে


এ কারণে যেসব পণ্যের দাম বৃদ্ধি হবে:  


সিগারেট, বাসমতি চাল, কাজুবাদাম, সোনা, দামি গাড়ি, নির্মাণ সামগ্রী, জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন,  খেজুর, সিমেন্ট, রড, এলপিজি সিলিন্ডার, ভ্রমণ খরচ, প্লাস্টিকের গৃহস্থালি পণ্য,  টিস্যু, ন্যাপকিন, কোমল পানীয়, ওভেন, ফ্রিজ, ফ্যান ও এক্সেলেটর, টেবিলওয়্যার, কিচেনওয়্যার, কলম ও চশমা।


জেবি/এসবি