একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১১২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১লা জুন ২০২৩
একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১ জুন) স্বাস্থ অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৯৯ জন ঢাকার এবং ১৩ ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন: একসঙ্গে পদোন্নতি পেলেন ৫ শতাধিক চিকিৎসক
এ বছর বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৩৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৭৮৫ জন। মারা গেছেন ১৩ জন।
উল্লেখ্য, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলনে ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা গেছেন।
জেবি/এসবি