একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১১২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১লা জুন ২০২৩


একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১১২
ফাইল ছবি

একদিনে ডেঙ্গু  আক্রান্ত হয়ে ১১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে কারও মৃত্যু হয়নি।


বৃহস্পতিবার (১ জুন) স্বাস্থ অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়,  ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৯৯ জন ঢাকার এবং ১৩ ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: একসঙ্গে পদোন্নতি পেলেন ৫ শতাধিক চিকিৎসক


এ বছর বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৩৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৭৮৫ জন। মারা গেছেন ১৩ জন।


উল্লেখ্য, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলনে ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা গেছেন।


জেবি/এসবি