ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ চলতি মাসে আঘাত হানতে পারে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ১লা জুন ২০২৩


ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ চলতি মাসে আঘাত হানতে পারে
ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

জুন মাসের মাঝামাঝি সময়ে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। 


বুধবার (৩১ মে) আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ এই তথ্য জানিয়েছেন।


আরও পড়ুন:  প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি: ত্রাণ প্রতিমন্ত্রী


কিন্তু আবহাওয়া অধিদপ্তরের কাছে ঘূর্ণিঝড়ের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ।


মোস্তাফা কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, জুন মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে।


ইউরোপীয় আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে তিনি জানান, বঙ্গোপসাগরে ৬ থেকে ৮ জুনের মধ্যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়ে বাংলাদেশের বরিশাল বিভাগের মধ্যবর্তী কোনো স্থানে ৯ থেকে ১০ জুনের মধ্যে আঘাত হানতে পারে।


আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: মিয়ানমারে রেড অ্যালার্ট জারি


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, ‘ঘূর্ণিঝড়ের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। সাধারণত ঘূর্ণিঝড়ের পাঁচ থেকে ১০ দিন আগে আমরা পূর্বাভাস জানিয়ে দেই।


জেবি/ আরএইচ/