বাড়বে বাইসাইকেলের দাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ১লা জুন ২০২৩


বাড়বে বাইসাইকেলের দাম
ছবি: সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বাইসাইকেলের দাম বাড়বে। নতুন অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


প্রস্তাবনায় বলা হয়েছে- স্থানীয় বাইসাইকেল উৎপাদনকারী শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে দেশীয় উদ্যোক্তাগণ স্প্রোকেট ও ফ্রি হুইল উৎপাদন করে থাকে। তাই ফ্রি হুইল স্প্রোকেট-হুইল অব বাইসাইকেলসহ এ জাতীয় কতিপয় বাইসাইকেল পার্টস এর আমদানি শুল্ক ১০ শতাংশ হতে বৃদ্ধি করে ১৫ শতাংশ করা যায়। এই প্রস্তাব পাস হলে দেশে বাড়বে বাইসাইকেলের দাম।


আরও পড়ুন: জমি কিনতে ও নতুন বাড়ি বানাতে খরচ বাড়বে


জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।


বাজেটে মোট ঘাটতির পরিমাণ ৫ দশমিক ২ শতাংশ। বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির লক্ষ্য ধরা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা।


জেবি/ আরএইচ/