২৩ দিনে প্রবাস আয়ে যুক্ত হলো ১৭৪ কোটি ডলার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৫ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


২৩ দিনে প্রবাস আয়ে যুক্ত হলো ১৭৪ কোটি ডলার
ছবি: সংগৃহীত

চলতি বছরের আগস্টের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।


রবিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।


আরও পড়ুন: কমেছে কাঁচামরিচের দাম, বিপাকে আমদানিকারকরা


তথ্যমতে, আগস্টে প্রতিদিন গড়ে ৭ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৫৬ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের একই সময়ে দৈনিক গড়ে প্রবাস আয় এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। তবে গত জুলাই মাসে দৈনিক গড়ে প্রবাস আয় ছিল ৮ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৬৬৬ ডলার, যা আগস্টের তুলনায় বেশি। অর্থাৎ গত বছরের তুলনায় রেমিট্যান্স কিছুটা বৃদ্ধি পেলেও গত মাসের চেয়ে খানিকটা কমেছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আগস্টের ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার। এর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার।


আরও পড়ুন: দেশের বাজারে সর্বশেষ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ


অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।


এএস