দেশের বাজারে সর্বশেষ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১৩ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


দেশের বাজারে সর্বশেষ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
ছবি: সংগৃহীত

জুলাই মাসে দু’দফা সমন্বয়ের পর কমেছিল দেশের বাজারে স্বর্ণের দাম। এরপর থেকে আর কোনো পরিবর্তন হয়নি। আজ রবিবার (২৪ আগস্ট) সারা দেশে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত দামে সোনা বিক্রি হচ্ছে। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়।


বাজুসের পূর্বঘোষিত সমন্বয় অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় কেনাবেচা হচ্ছে।


আরও পড়ুন: বেনাপোল দিয়ে ৪ মাস পর ফের চাল আমদানি শুরু


বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম হ্রাস পাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়। সর্বশেষ সমন্বয় কার্যকর হয়েছে গত ২৪ জুলাই থেকে, যার পর থেকে আজ পর্যন্ত স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি।


অন্যদিকে রুপার বাজারেও দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।


এএস