ভারতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩


ভারতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া ও চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জন। দুর্ঘটনায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করা হয়েছে।


কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এক বার্তায় জানায়, সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেন। এই বিবেচনায় দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওড়িশার রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা যোগাযোগ রাখছে।


আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮


এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের ৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটস অ্যাপ) এই হটলাইন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।


এদিকে,  এখন পর্যন্ত ওই ট্রেন থেকে কোনো বাংলাদেশির আহত বা নিহত হওয়ার খবর নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর শঙ্কা করা হচ্ছিল হতাহতদের মধ্যে বাংলাদেশিরাও থাকতে পারে।


আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনা: কারণ জানা যায়নি এখনও


জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এর আগে শুক্রবার বিকেলে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি বালেশ্বরের পাশে বাহানগা বাজারের কাছে অপর একটি ট্রেনের লাইনচ্যুত  বগিতে ধাক্কা দেয়। এছাড়া আরেকটি মালবাহী ট্রেনও এ সময় দুর্ঘটনার শিকার হয়।


জেবি/এসবি