একদিনে ১৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩
দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার (৩ মে) দুপুরে অধিদফতরের পাঠানো এক্ল প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল চার। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত।
তবে একই সময় কেউ মারা যায়নি। ফলে, এ বছর এখনও দেশে ডেঙ্গুতে মৃত্যু ১৩ জনই থাকছে।
আরও পড়ুন: একসঙ্গে পদোন্নতি পেলেন ৫ শতাধিক চিকিৎসক
নতুন আক্রান্তসহ হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৭ জনে। এরমধ্যে ঢাকায় ৩৪৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ৫২ জন।
এ বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৭৯ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৮৬৯ জন।
জেবি/এসবি