ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ৩রা জুন ২০২৩

কুমিল্লায় সিএনজি অটোরিকশায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলের প্রাণহানি হয়েছে। শনিবার (৩ মে) বিকেল চারটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের জেলখানাবাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার পাকামুড়া এলাকার সোহাগ মিয়া (৩৫) ও তার ছেলে সোহেল (১২)। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
আরও পড়ুন: পারিবারিক কলহের জেরে বিষ পানে স্বামীর মৃত্যু
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেন জেলখানাবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি সিএনজি অটোরিকশা ক্রসিংয়ে উঠে যায়। এসময় ট্রেনটি সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুইজন ঘটনাস্থলে মারা যান। অটোরিকশাটিতে আর কোনো যাত্রী ছিল না। তারা বাবা-ছেলে। রেলক্রসিংটি অবৈধ হওয়ায় সেখানে গেট ও গেটম্যান ছিল না।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
