ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

কুমিল্লায় সিএনজি অটোরিকশায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলের প্রাণহানি হয়েছে। শনিবার (৩ মে) বিকেল চারটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের জেলখানাবাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার পাকামুড়া এলাকার সোহাগ মিয়া (৩৫) ও তার ছেলে সোহেল (১২)। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
আরও পড়ুন: পারিবারিক কলহের জেরে বিষ পানে স্বামীর মৃত্যু
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেন জেলখানাবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি সিএনজি অটোরিকশা ক্রসিংয়ে উঠে যায়। এসময় ট্রেনটি সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুইজন ঘটনাস্থলে মারা যান। অটোরিকশাটিতে আর কোনো যাত্রী ছিল না। তারা বাবা-ছেলে। রেলক্রসিংটি অবৈধ হওয়ায় সেখানে গেট ও গেটম্যান ছিল না।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গোপালগঞ্জে বন্ধ বেশিরভাগ দোকানপাট, জনমনে এখনো আতঙ্ক

সমাবেশে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের

আশুলিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের মামলা, গ্রেপ্তারে পুলিশি অভিযান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের মৃত্যু
