সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ১৪ হজযাত্রী, মৃত্যু ৪


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৩


সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ১৪ হজযাত্রী, মৃত্যু ৪
ছবি: সংগৃহীত

হজ ফ্লাইট শুরুর পর থেকে এখন পর্যন্ত  পর্যন্ত ৫০ হাজার ১৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে ৪ জন মারা গেছেন।


রবিবার (৪ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।


হজ অফিস সূত্র জানিয়েছে, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৯২৫ জন।


আরও পড়ুন : সৌদিতে বাংলাদেশি হজ এজেন্সির দুজন আটক


এদিকে, হজে গিয়ে সর্বশেষ আলী হোসাইন (৬৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চারজনের মৃত্যু হলো। এরমধ্যে পুরুষ তিনজন এবং মহিলা একজন।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


জেবি/এসবি