জামায়াত সমাবেশ করলে ডিএমপির কঠোর ব্যবস্থার হুমকি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩
তিন দফা দাবিতে আগামীকাল (সোমবার) বায়তুল মোকাররমে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য পুলিশের অনুমতি পেতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিল তারা। কিন্তু অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, জামায়াত সমাবেশের জন্য আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিল। ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।
তবে জানমালের নিরাপত্তার কথা ভেবে ও অফিস আদালত খোলা থাকায় ৫ জুন তাদের এই বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ছেড়ে দিয়েছে পুলিশ
দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের ডিএমপি কমিশনার জানমাল, অফিস আদালতের কথা চিন্তা করে জামায়াতকে ৫ জুন বিক্ষোভ সমাবেশ করতে নিষেধ করেছেন। তারপরও তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে।
এ ব্যাপারে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী মিছিল বা সভা-সমাবেশের অনুমতি পায়নি। এরপরও যদি তারা জমায়েত হয়, সভা-সমাবেশের নামে বিশৃঙ্খলার চেষ্টা করে তবে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেবি/ আরএইচ/