Logo

জামায়াত নেতাদের ছেড়ে দিয়েছে পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মে, ২০২৩, ০৬:২৮
15Shares
জামায়াত নেতাদের ছেড়ে দিয়েছে পুলিশ
ছবি: সংগৃহীত

কিছুক্ষণ আগে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে মুক্তি দিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ

বিজ্ঞাপন

কর্মসূচি পালনের অনুমতি চাইতে আসা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের চার সদস্যকে ডিএমপি সদর কার্যালয়ের সামনে থেকে আটক করেছিল রমনা পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কোনো মামলার তথ্য না পাওয়ায় বিক্ষোভ কর্মসূচির আবেদন জমা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

সোমবার (২৯ মে) বিকেল সোয়া ৪টার পরপরই ডিএমপি সদর দপ্তরের গেটে পৌঁছে জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দল। এরপর প্রতিনিধি দলের চারজনকেই আটক করে নিয়ে যায় পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছেড়ে দেওয়া ও আবেদন গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন  জানান, আমরা তাদের গ্রেফতার করিনি। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না তা খোঁজ-খবর নিয়েছি। 

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন জানান, আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধি দলকে ডিএমপি কার্যালয়ের গেট থেকে আটক করে নিয়ে যায় পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলকে কিছুক্ষণ আগে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে মুক্তি দিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD