ডিএমপি কার্যালয়ে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩


ডিএমপি কার্যালয়ে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল
প্রতীকী ছবি

রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এ বিষয় সহযোগিতার আবেদন নিয়ে দলটির একটি প্রতিনিধি দল আজ বিকেলে ডিএমপি কার্যালয়ে যাবেন বলে জানা গেছে।


ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের নেতা আশরাফুল আলম ইমন জানান, প্রতিনিধি দলটি পুলিশ কর্তৃপক্ষের সাক্ষাৎ শেষে প্রেসব্রিফিং করবে।


উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন সোমবার বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী শাখা।


জেবি/ আরএইচ/