তারেক রহমানকে এমন সংবর্ধনা দেওয়া হবে, যা কোনো নেতা পাননি

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য দলের পক্ষ থেকে জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারেক রহমানকে এমন সংবর্ধনা দেওয়া হবে—যা অতীতে কোনো নেতা পাননি।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।
বিজ্ঞাপন
সভায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই—আমাদের নেতা দীর্ঘ ১৮ বছর নির্বাসনে থাকার পর ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর আমাদের মাঝে ফিরে আসবেন। এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণার বিষয়।
বিএনপি মহাসচিব আরও জানান, লন্ডন থেকে ঢাকায় ফিরে আসার পর তারেক রহমানকে দেওয়া সংবর্ধনা অতীতের কোনো নেতার জন্য আয়োজনকৃত সংবর্ধনার তুলনায় ভিন্ন এবং নজিরবিহীন হবে।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরা উপলক্ষে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগমের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, তার দেশে ফেরার দিনে সারাদেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ঢাকায় উপস্থিত হবেন।
বিজ্ঞাপন
এর আগে গত শুক্রবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন, তারেক রহমান ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় পৌঁছবেন। ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।








