Logo

গণঅভ্যুত্থানকে টার্গেট করে হত্যাচেষ্টা চলছে: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ২০:১৬
7Shares
গণঅভ্যুত্থানকে টার্গেট করে হত্যাচেষ্টা চলছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে এর প্রতিচ্ছবি ও নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি জানান, এখনও পর্যন্ত হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার করা হয়নি, যা গভীর উদ্বেগের বিষয়।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি লড়াইয়ে বুদ্ধিজীবীদের একটি অংশ সবসময় গণতন্ত্রের পক্ষে এবং স্বাধীনতার জন্য লড়েছে। কিন্তু কিছু বুদ্ধিজীবী বিভিন্ন সময়ে ফ্যাসিবাদের পক্ষে সমর্থন বা অনুমোদন দিয়ে গেছে। ৫ আগস্টের পরও আমরা দেখছি, কিছু রাজনৈতিক ও সাংস্কৃতিক গোষ্ঠী গণহত্যা ও শোষণের পক্ষে অবস্থান করছে।

তিনি আরও বলেন, এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দোষারোপের রাজনীতি পরিস্থিতিকে আরও জটিল করছে। এনসিপি আহ্বায়ক অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় স্বাধীন চিন্তা ও সাংস্কৃতিক মুক্তির পক্ষে ছিলেন। আমরা বুদ্ধিজীবী দিবসে তাদের স্মরণ করছি এবং আশা করি বর্তমান রাজনৈতিক নেতৃত্ব সেই লড়াইকে ধারণ করে দেশের আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিকাশ ঘটাবে।

তিনি সরকারের জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দিকেও ইঙ্গিত দিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের আস্থা এখনও তৈরি হয়নি। ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, না হলে গণহত্যাকারীরা আবার ফিরে আসার সুযোগ পাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD