Logo

মহান বিজয় দিবস ঘিরে বিএনপির দুই দিনের কর্মসূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৩
6Shares
মহান বিজয় দিবস ঘিরে বিএনপির দুই দিনের কর্মসূচি
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে এসব কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এছাড়া বিজয় দিবসের দিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ৭টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৯টায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয় এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সাজানো হবে। একই সঙ্গে দিবসটি স্মরণে দলের পক্ষ থেকে একটি ক্রোড়পত্র প্রকাশ করা হবে। পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

এ ছাড়াও সারাদেশে স্থানীয় পরিস্থিতি ও সুবিধা অনুযায়ী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঢাকাসহ সারাদেশের বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি সফল করতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD