তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

বিজয়ের আগে দেশের মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও দেশীয় দোসররা ব্যর্থ হয়েছিল—এই প্রত্যয় ব্যক্ত করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিজ্ঞাপন
রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, বিজয়ের ঠিক আগে পাকিস্তানি হানাদার বাহিনী দেশীয় দোসরদের সহায়তায় বাংলাদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করেছিল। তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সর্বদা সক্রিয় থাকবে এবং সব চক্রান্ত উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবসের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এদিনের কর্মসূচির মাধ্যমে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানায় এবং স্বাধীনতার চেতনাকে নতুন করে উদ্দীপ্ত করে।








