এআই-সৃষ্ট ছবিকে সত্য মনে করে মন্তব্য: দুঃখ প্রকাশ রিজভীর

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এআই-জেনারেটেড দুটি ছবি ভুলভাবে ‘সত্য’ মনে করে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
এর কয়েক ঘণ্টার মধ্যে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে রিজভী বিষয়টি নিয়ে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য এবং শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসু ভিপির চা খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ দুইটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড। ফ্যাক্ট চেক না করে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় আমি উল্লিখিত বিষয় দুইটি নিয়ে বক্তব্য দিয়েছি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
বিজ্ঞাপন
রিজভীর এই মন্তব্যের পর ডাকসু ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম ফেসবুকে লিখেছেন, আওয়ামী প্রোপাগাণ্ডা সেল কর্তৃক প্রচারিত এআই-জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে জড়িয়ে অপতথ্য ছড়িয়েছেন। এটা কোনোভাবেই প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়।
তিনি আরও বলেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন সত্য যাচাই না করে অপতথ্য গ্রহণ করেন, তখন আগামীর দেশ গড়ার ক্ষেত্রে জনমনে সংশয় তৈরি হয়। আমি আশা করি বিএনপি ও রিজভী নিজেকে এই ভুল থেকে দায়মুক্ত করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন।
বিজ্ঞাপন
ডিএমপি কমিশনারও এই ঘটনার সঙ্গে জড়িত কোনো সত্যিকারের ফটোকার্ড প্রকাশ না হওয়া এবং রিজভীর বক্তব্য সত্য নয় বলে নিশ্চিত করেছেন।








