Logo

গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ২০:০৬
6Shares
গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে
তারেক রহমান | ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের কল্যাণ ও ষড়যন্ত্র রোধের জন্য যেকোনো মূল্যে নির্বাচন হওয়ার ওপর জোর দিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ষড়যন্ত্র থেমে নেই। দেশের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় দেশ ধ্বংসের মুখে যাবে। ষড়যন্ত্রকে প্রতিহত করতে ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে।

বিজ্ঞাপন

তিনি সম্প্রতি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে বলেন, গতকাল হাদির ওপর হামলা সংঘটিত হয়েছে। তিনি বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার পেছনে কারও কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এছাড়া চট্টগ্রামে বিএনপির এক কর্মীর ওপর হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন এবং সন্দেহ প্রকাশ করেন যে এসব ঘটনার মাধ্যমে কেউ সম্ভবত সুবিধা লুটার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে তারেক রহমান বলেন, আগের মতো আওয়ামী স্বৈরাচার দেশের ব্যবস্থাপনা চালাবে না। আমরা পরিবর্তন আনব, কল্যাণ নিশ্চিত করব। এজন্য আমাদের দেশ গড়ার পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরেছি এবং নির্বাচিত হলে তা বাস্তবায়ন করব।

দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের কাছে পৌঁছানো আমাদের মূল দায়িত্ব। একজন রাজনীতিবিদ হিসেবে জনগণের সঙ্গে মেশুন, তাদের সঙ্গে কথা বলুন। আমাদের পরিকল্পনাগুলো শুধু জানাতে হবে না, তা বাস্তবায়িত করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD