Logo

অর্ধশতাব্দি পার হলেও বাস্তবায়িত হয়নি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৮:০৪
6Shares
অর্ধশতাব্দি পার হলেও বাস্তবায়িত হয়নি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন
তারেক রহমান । ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার এক বাণীতে বলেন, অর্ধশতাব্দি পার হলেও ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আজও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, আজ আমরা হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও শিল্পী শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে একটি দিনের প্রতীক।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। তাদের হত্যা ছিল দেশের মেধাশূন্য করার গভীর চক্রান্ত। স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করতে সারা জাতিকে সবচেয়ে যোগ্য সন্তানদের হত্যা করা হয়।

বিজ্ঞাপন

তারেক রহমান শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। তিনি বলেন, জ্ঞান, বিজ্ঞান, মুক্ত চিন্তা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির চেতনা আমাদের অনুপ্রাণিত করে। তারা একটি আধুনিক, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য জীবন উৎসর্গ করেছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্ধশতাব্দী পার হলেও দেশ আজও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূর্ণ করতে সক্ষম হয়নি বলে উল্লেখ করে বলেন, গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে, একদলীয় শাসন রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে। মত প্রকাশ, লেখা ও বলার স্বাধীনতাও আজও সংকটাপন্ন।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদ পতিত হলে আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং বহুমুখী রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হলে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়িত হবে।

শেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশিত দেশ গঠনের জন্য একত্রিত হই এবং একসাথে কাজ করি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD