Logo

জনসংযোগকালে দুর্ঘটনায় আহত এনসিপি প্রার্থী হান্নান মাসউদ

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
১৪ ডিসেম্বর, ২০২৫, ২১:১১
57Shares
জনসংযোগকালে দুর্ঘটনায় আহত এনসিপি প্রার্থী হান্নান মাসউদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ একটি দুর্ঘটনায় আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় জনসংযোগ কার্যক্রম চালানোর সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেছন দিক থেকে একটি অটোরিকশা এসে হান্নান মাসউদের বাম পায়ের ওপর উঠে যায়। প্রাথমিকভাবে তিনি ব্যথা অনুভব করলেও জনসংযোগ চালিয়ে যান। তবে অতিরিক্ত জনসংযোগের কারণে পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।

বিজ্ঞাপন

হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানিয়েছেন, পেছন দিক থেকে একটি অটোরিকশা এসে হান্নান মাসউদের পায়ের ওপর উঠে যায়। প্রথমে তিনি অসুস্থ হলেও কিছুটা স্বাভাবিক ছিলেন, কিন্তু পরে জনসংযোগের কারণে তার অবস্থা খারাপ হয়।

অবশ্য, নিজেই দুর্ঘটনার ব্যাখ্যা দিয়ে হান্নান মাসউদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অসাবধানতাবশত ঘটেছে, অটোরিকশাচালক অল্প বয়সী এবং এখানে কারও কোনো দোষ নেই। পরে জনসংযোগ চালানোর কারণে পায়ের অবস্থা কিছুটা খারাপ হয়েছে, তবে আমি আশঙ্কামুক্ত রয়েছি। এটি কোনো পূর্বপরিকল্পিত নাশকতা বা ষড়যন্ত্রমূলক ঘটনা নয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD