Logo

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় নামলেন রনি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১৯
7Shares
হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় নামলেন রনি
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দীর্ঘদিন ধরেই মাঠে সক্রিয় ছিলেন। প্রায় দেড় মাস ধরে তিনি নিয়মিত ভোরবেলা ফজরের নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলতেন এবং নিজের পক্ষে সমর্থন চাইতেন।

বিজ্ঞাপন

তবে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই ঘটনায় তার সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ওসমান হাদির পক্ষে মাঠে নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। তিনি সরাসরি ভোট চাইছেন হাদির জন্য।

রোববারই এ বিষয়ে ঘোষণা দেন মহিউদ্দিন রনি। এর ধারাবাহিকতায় সোমবার সকালে ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় ভোটারদের কাছে হাদির সুস্থতার জন্য দোয়া চাওয়ার আহ্বানও জানান।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান রনি। সেখানে তিনি লেখেন, ‘ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনা পর্যন্ত হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার দোয়া চাইতে বের হয়েছি।’

হাদির জন্য বহু মানুষ দোয়া করছে বলে জানান রনি। তিনি বলেন, ‘বিশ্বাস করেন ভাই মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, ‘আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি।’ কত শত মানুষের কাছে যে এই একই কথা শুনেছি।’

বিজ্ঞাপন

এই দৃশ্য দেখেই রনি বিশ্বাস করতে শুরু করেছেন, ওসমান হাদি শিগগিরই ফিরে আসবেন। তার কথা, ‘আমার ভেতরে আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরবে।’

অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য আজই দুপুরে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে। একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানা গেছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD