Logo

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:২৮
5Shares
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি | ফাইল ছবি

জুলাই আন্দোলনের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করা হয়।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে। নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে বহন করে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে বিশেষ মেডিকেল সাপোর্ট চলমান রয়েছে।

সিঙ্গাপুরে নেওয়ার মাধ্যমে হাদিকে উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি, তার রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে হাদির দ্রুত সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চিকিৎসকরা উল্লেখ করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD