Logo

তারেক রহমানের প্রত্যাবর্তনে পরাস্ত হবে সব অপশক্তির: ইশরাক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪
4Shares
তারেক রহমানের প্রত্যাবর্তনে পরাস্ত হবে সব অপশক্তির: ইশরাক
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন | ফাইল ছবি

ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে সব অপশক্তি পরাস্ত হবে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর গেন্ডারিয়া থানা জাসাসের আয়োজিত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি এই মন্তব্য করেন।

ইশরাক হোসেন জনগণকে আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নির্বাচনে কাকে ভোট দেবেন তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমাদের পরিকল্পনা দেখুন, বিবেচনা করুন, তারপর ভোটাধিকার প্রয়োগ করুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তিই বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ।

দেশের সব প্রার্থী ও রাজনৈতিক শক্তিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই লড়াই শুধু একটি নির্বাচনের জন্য নয়। এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রাম। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নাগরিক অধিকার নিয়ে, ভয় ও সন্ত্রাসমুক্ত পরিবেশে বসবাস করবে।

ইশরাক হোসেন বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ তুলে বলেন, দেশের এই সংকটময় সময়ে তার মতো একজন অভিভাবকের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। তিনি মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়া ডিসেম্বর বিজয় মাস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গেন্ডারিয়া থানা জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন টিপু, সদস্য হাজী মো. আকতার হোসেন, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আবদুল কাদির, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ অপু ঢালী, রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD