ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন যারা

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এ সময় তার সঙ্গে যাচ্ছেন দুই বড় ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি ইতোমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে সড়কপথে বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে। দুপুরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে জরুরি টেলিফোন কনফারেন্সের মাধ্যমে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ওই আলোচনায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।
বিজ্ঞাপন
প্রেস উইং জানায়, চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছিল। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের মতামত এবং পরিবারের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, যা প্রধান উপদেষ্টাকেও অবহিত করা হয়েছে।
ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে প্রেস উইং জানায়। প্রধান উপদেষ্টা চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য নির্দেশ দিয়েছেন এবং দেশের জনগণকে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।








