চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩
"প্লাস্টিক দূষণ সমাধানে-সামিল হই সকলে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস বর্ণাঢ্য শোভাযাত্রায় পালিত হয়েছে।
সোমবার (৫ জুন) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ডিসির' কার্যালয় কালেক্টরেট চত্বরে হতে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং। পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরএক্স/