আমদানির ঘোষণার পরই কমেছে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩
হঠাৎ করেই দেশের বাজারে বেড়েছিলো পেঁয়াজের দাম। কিন্তু আজ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়ায় দাম কমতে শুরু করেছে পণ্যটির।
সংশ্লিষ্টরা দাবি করছেন, এ সময়ের মধ্যে পেঁয়াজের দাম বাড়া-কমা থেকে বোঝা যায় একটি সিন্ডিকেটের যোগসাজশে পণ্যটির দাম বেড়ে গিয়েছিল।
পেঁয়াজের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের খাতুনগঞ্জ ও চাক্তাইয়ে পেঁয়াজের দাম ছিল মানভেদে কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকা। কিন্তু সোমবার সকাল থেকে খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ৩০ লাখ টন। গত অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছে প্রায় ৩৬ লাখ টন। এ হিসেবে চাহিদার চেয়ে উৎপাদন বেশি হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হওয়ায় ১৫ মার্চ থেকে আমদানি বন্ধ রাখে সরকার। চাহিদার পুরোটা মেটানো হয় দেশি পেঁয়াজ দিয়ে। তবে সরবরাহ ও মজুত ঠিক থাকলেও আমদানি বন্ধের অজুহাতে দিন দিন বাড়তে থাকে পেঁয়াজের দাম।
জেবি/ আরএইচ/