একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৬
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে সাতজন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয় কোন রোগী মারা যায়নি।
মঙ্গলবার ( ৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন : ডেঙ্গু নিয়ন্ত্রণে সব হাসপাতালকে প্রস্তত থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৫২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
জেবি/এসবি