Logo

তাপ কমাতে কাজ শুরু করেছেন চিফ হিট অফিসার বুশরা

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুন, ২০২৩, ০৬:৩৭
39Shares
তাপ কমাতে কাজ শুরু করেছেন চিফ হিট অফিসার বুশরা
ছবি: সংগৃহীত

আমরা জানি রাতারাতি সব পরিবর্তন হবে না এসব গাছ আমাদের আগামী প্রজন্মের জন্য কাজে দেবে

বিজ্ঞাপন

দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির মধ্য দিয়ে কাজ শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশ নিয়ে বুশরা আফরিন সাংবাদিকদের বলেন, আমার মূল টার্গেট তাপমাত্রা কমবে এমন পদক্ষেপ নেওয়া। গাছগুলো বড় হলে তাপমাত্রা, অক্সিজেনসহ নানাদিক থেকে আমরা উপকৃত হবো। আমরা জানি রাতারাতি সব পরিবর্তন হবে না। এসব গাছ আমাদের আগামী প্রজন্মের জন্য কাজে দেবে। যত গাছ লাগাতে পারবো, ততটা নিরাপদ হবে এই ঢাকা শহর।

বিজ্ঞাপন

নানান পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা বৃক্ষরোপণ ছাড়াও নানান পদক্ষেপ গ্রহণ করেছি, যা আমরা এখনও অফিসিয়ালি রিলিজ করিনি। কুল জোন, কুলিং সেন্টার এমন নানান পরিকল্পনা আমাদের আছে। তবে আমরা যেমন পরিকল্পনা গ্রহণ করেছি তাতে করে আমাদের কিছুটা সময় লাগবে, কারণ এগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাত্র এক মাস হয়েছে আমি নিয়োগ পেয়েছি। এখন আমরা এ বিষয়ে আরও স্টাডি করছি, সার্ভে করছি। ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে আমাদের।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD