দুদক কর্মকর্তা ডা. শরিফ উদ্দীনের চাকরিচ্যুতের প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দুদক কর্মকর্তা ডা. শরিফ উদ্দীনের চাকরিচ্যুতের প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক ডা, শরিফ উদ্দীনের অযৌক্তিক অপসারণ ও পুনর্বহালের দাবিতে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পবিপ্রবির শিক্ষার্থীরা। 

রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে জয় বাংলার পাদদেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এই অসাংবিধানিক ঘটনার তীব্র নিন্দা করে তাঁকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। 



সদ্য চাকরিচ্যুত শরিফ উদ্দীন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক হিসেবে চট্রগ্রামে দায়িত্ব পালন কালে তিনি সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, রোহিঙ্গা নাগরিকদের ২০টি এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশ কিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন। এতে তিনি আমলা ও প্রভাবশালীদের চক্ষুশূলে পরিণত হন। এর ফলে তাঁকে পটুয়াখালীতে বদলিসহ সর্বশেষ চাকরিচ্যুত করা হয়েছে। 

চাকরি হারানোর হুমকির ১৬ দিনের মাথায় তাঁকে এ অব্যাহতি দেয়া হয়েছে। এমন সৎ ও কর্মপরায়ণ ব্যক্তিকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার ঘটনাকে পবিপ্রবি শিক্ষার্থীরা অসাংবিধানিক ও অনিয়ম হিসেবে আখ্যা দিয়েছেন। শিক্ষার্থীরা মানববন্ধনে প্রতিবাদ করেছেন এবং শরিফ উদ্দীনকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এসএ/