পাইকারিতে কমলেও পেঁয়াজের দামে খুচরায় প্রভাব নেই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩
পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কিন্তু দামের সেভাবে প্রভাব পড়েনি খুচরা বাজারে। যদিও পাইকারী ব্যবসায়ীরা বলছেন শিগগিরই খুচরা বাজারেও কমবে পেঁয়াজের দাম।
বুধবার (৭ জুন) রাজধানীর পাইকারী পেঁয়াজের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
এর আগে, দাম বাড়ার প্রেক্ষিতে দীর্ঘ আড়াই মাস পর সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। এদিন থেকে দেশের বিভিন্ন স্থলবন্দর থেকে ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল দিয়ে ঢাকায় আসছে ৭৫ টন পেঁয়াজ
মূলত, সরকার ভারতীয় পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। আমদানি ঘোষণা দেওয়ার এক দিনের ব্যবধানে কারওয়ান বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত।
বাজারের পাইকারী ব্যবসায়ীরা বলেছেন, আমদানির ঘোষণায় আমাদের লোকসান হবে। গুদামজাত পেঁয়াজ আমরা কিনেছি বেশি দামে, এখন কম দাম বিক্রি করতে হচ্ছে।
তবে খুচরা বাজারে এখনো পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা বলছেন, শিগগিরই খুচরা বাজারেও কমবে। পাড়া মহল্লার মুদি দোকানে আজও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকা কেজি দরে। খুচরো বিক্রেতারা জানিয়েছেন তারা আগের দামে পেঁয়াজ কিনেছেন।
জেবি/ আরএইচ/