পাঁচবিবিতে আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতীর দাবীতে মানব বন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩


পাঁচবিবিতে আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতীর দাবীতে মানব বন্ধন
মানববন্ধন অনুষ্ঠিত

সম্প্রতি রেলবিভাগে সংযুক্ত নতুন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সহ রুপসা/সীমান্ত ও নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যাত্রাবিরতীর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


বুধবার (৭ জুন) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানব বন্ধনে পাঁচবিবি বণিক সমিতি, শিক্ষার্থী সমিতি, উপজেলাবাসী সহ বিভিন্ন ব্যানারে হাজার হাজার মানুষ দলমত নির্বিশেষে অংশ গ্রহন করেন। 


একই সঙ্গে পাঁচবিবি স্টেশনটি মডেল স্টেশনে রুপান্তর করণ ও অনলাইনে টিকিট বিক্রয় সিস্টেম চালুর দাবী করা হয়।


সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন পাঁচবিবি স্টেশনে যাত্রাবিরতীর দাবীতে মানব বন্ধনে এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম সরকার, হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক সহযোগি অধ্যাপক মোঃ আজাদ আলী, জয়পুরহাট বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, বণিক সমিতির সভাপতি শ্রী ভরত প্রসাদ গোয়ালা, সহ-সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সড়াইল কলেজের প্রভাষক মোঃ শাহ্জাহান আলী, স্কুল শিক্ষক আব্দুল হাই, ফরহাদ হোসেন জুয়েল, কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ রাব্বানী ইস্তি, কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাঃ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ, শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি মেহেদী হাসানসহ অনেকেই।


আরএক্স/