টেকনাফে অপহরণের দুইদিন পর স্কুল ছাত্র উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩


টেকনাফে অপহরণের দুইদিন পর স্কুল ছাত্র উদ্ধার
মোহাম্মদ হোছাইন সূর্য

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ হোছাইন সূর্য নামের এক দ্বিতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (৫ জুন) অপহরণকারীরা শিশুটির বাবার কাছে৩০লাখ টাকা মুক্তিপণ দাবি করে।পরে তিনি পুলিশের দারস্ত হন।


মঙ্গলবার(৬জুন)রাতে লেদা সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।ফিরে আসা অপহৃত শিশু হলেন,লেদা এলাকার সোলতান আহমেদ ছেলে মোহাম্মদ হোছাইন সূর্য।


শিশুটির বাবা সোলতান আহমেদ বলেন,টাকার জন্য তার ছেলেকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।যারা এমনটি করেছে,তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।


বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃআব্দুল হালিম।তিনি বলেন,রবিবার (৪ জুন)দুপুরে লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরনের শিকার হয়।


অপহরনকারীরা ভিকটিমের মা-বাবাকে কল দিয়ে মুক্তিপন দাবী করে।ঘটনাটি থানা পুলিশ অবগত হওয়ার পর থেকে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করিয়া মোবাইল নং ও প্রাপ্ত তথ্যাদি তথ্য প্রযুক্তি ব্যবহার করিয়া একাধিকবার গহিন পাহাড়েসহ বিভিন্ন জায়গায় ভিকটিম উদ্ধারে অভিযান পরিচালনা করে।


পুলিশী তৎপরতা ও সাড়াশি অভিযানের কারনে অপহরনকারীরা মঙ্গলবার রাত সাড়ে২০টার দিকে লেদা সড়কে অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রঃ সূর্য্য (৮)কে রেখে যায়।শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।তিনি আরও বলেন,অপহৃত শিশুকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আরএক্স/