অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে গেল পরীক্ষার্থী


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:৫৯ পিএম, ৭ই জুন ২০২৩


অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে গেল পরীক্ষার্থী
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে অতিরিক্ত গরমে একটি মাদরাসায় পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায় দশম শ্রেণির এক ছাত্রী। 


বুধবার (৭ জুন) সদর উপজেলার উত্তর জয়পুর দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।


মাদরাসা সুপার আজাজ উদ্দীন বলেছেন, আজ দাখিল দশম শ্রেণির আরবি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরও বারোটি বিষয়ে পরীক্ষা আছে। প্রচণ্ড রোদ আর গরমে পরীক্ষা চলাকালে এক ছাত্রী অজ্ঞান হয়ে যায়। এই গরমে শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে। 


আরও পড়ুন: তীব্র গরমে ৩ দিন বন্ধ মাদ্রাসার ইবতেদায়ি স্তর


তিনি বলেন, ওই ছাত্রী সকালে বাড়ি থেকে কিছু না খেয়েই বের হয়েছিল। ক্ষুধার্ত শরীরে অতিরিক্ত গরমে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তাকে ঠাণ্ডা পানি পান করিয়ে একটু সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।


জয়পুরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন বলেন, অতিরিক্ত গরমে এমনটা হয়েছে। দুপুরে প্রচণ্ড গরমের কারণে শিক্ষকরা পরীক্ষার সময় একটু এগিয়ে নিতে চেয়েছে।


জেবি/ আরএইচ/