ফের আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


ফের আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু
আদানির বিদ্যুৎকেন্দ্র

সঞ্চালন লাইনের ত্রুটি কাটিয়ে তের ঘণ্টা পর দেশের জাতীয় গ্রিডে ফের শুরু হয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ।


বৃহস্পতিবার (৮ জুন) ভোরে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বলে জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।


পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান জানান, ‘ঝড়ের কারণে বুধবার (৭ জুন) দুপুর ২টা ৪৬ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ক্ষতিগ্রস্ত হয় সঞ্চালন লাইন। এ সময় অনাকাঙ্ক্ষিত ট্রিপিংয়ের কারণে বন্ধ হয়ে যায় আদানির বিদ্যুৎ সরবরাহ।’


আরও পড়ুন: জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩০ মেগাওয়াট বিদ্যুৎ: নসরুল হামিদ


তবে পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে ২০ মিনিটের মধ্যে সঞ্চালন লাইনটি চালু হলেও  বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কারিগরি প্রস্তুতি শেষে ভোর ৩টা ৪৩ মিনিট থেকে পুনরায় এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।


আরও পড়ুন:  দু’একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে: প্রধানমন্ত্রী


এ বি এম বদরুদ্দোজা খান জানান, ‘সঞ্চালন লাইনের ত্রুটি বুধবার বিকেলেই সারিয়ে তোলা হয়েছিল। বাকি সময়টা লেগেছে বিদ্যুৎকেন্দ্রের কারিগরি প্রস্তুতির জন্য। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টায় এ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।’


জেবি/এসবি