চার্জার ফ্যানের দাম কমাতে মাঠে নামছে ভোক্তা অধিকার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


চার্জার ফ্যানের দাম কমাতে মাঠে নামছে ভোক্তা অধিকার
ফাইল ছবি

দেশজুড়ে চলমান তীব্র দাবদাহে ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। এই অবস্থায় একটু স্বস্তির আশায় তারা ছুটছেন চার্জার ফ্যানের দোকানগুলোয়। এই সুযোগকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণহীন দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর এবার এই নৈরাজ্য ঠেকাতে মাঠে নামছে বলে জানা গেছে।


বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক আতিয়া সুলতানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আতিয়া সুলতানা বলেন, সারাদেশে চার্জার ফ্যানের মূল্যবৃদ্ধির বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের তিনটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবে। লোডশেডিং কাজে লাগিয়ে অনেক অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়েছেন। তা নিয়ন্ত্রণে আনতেই এই অভিযান।


আরও পড়ুন: কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান


অধিকার সংরক্ষণ অধিদপ্তফতর সূত্রে জানা যায়, বায়তুল মোকারম এলাকায় অভিযানে নামবে ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাগফুর রহমান (সহকারী পরিচালক) ও প্রধান কার্যালয়ের উপপরিচালক (অভিযোগ উপবিভাগ) মাসুম আরেফিন।


স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযানে থাকবেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের (সহকারী পরিচালক) রোজিনা সুলতানা ও সহকারী পরিচালক (অভিযোগ শাখা) মুহাম্মদ হাসানুজ্জামান।


এছাড়াও নবাবপুর মার্কেট এলাকায় অভিযানে থাকবেন সহকারী পরিচালক (তদন্ত) মো. আসিফ আল আজাদ ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।


জেবি/ আরএইচ/