চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন ৩০ জুলাই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুলাই এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৮ জুলাই) ২০-তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় হচ্ছে ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আফিস নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই জুলাই, প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।
আরও পড়ুন: আমাদের ইচ্ছা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা: ইসি রাশেদা
তিনি আরও বলেন, সব কেন্দ্রে ইভিএমে ব্যবহার হবে। থাকবে সিসি ক্যামেরা।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। অর্থাৎ গত ০২ জুন থেকে পরবর্তী নব্বই দিন হচ্ছে চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের সময়।
জেবি/ আরএইচ/