রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান মারা গেছেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩
রাজনীতির ‘রহস্য পুরুষ’ খ্যাত সিরাজুল আলম খান আর নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৯ জুন) সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী এ তথ্য জানান।
তিনি জানান, আজ দুপুর সোয়া ২টার দিকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্টে মারা যান তিনি।
আরও পড়ুন: সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে সিরাজুল আলম খানকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয় সিরাজুল আলম খানকে। এরপর ২০ মে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
৮২ বছর বয়সী এই রাজনীতিক অনেক দিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
জেবি/ আরএইচ/