ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৬


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩


ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৬
ছবি: সংগৃহীত

একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ১৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক জন।


শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


এতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত নতুন ভর্তি রোগীর মধ্যে ১৪৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং অন্য আটজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে মোট ৫৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৭৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।


আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শক সিনড্রোমে বেশি মৃত্যু


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ২৭৬ জন এবং ঢাকার বাইরে ৭৪৫ জন হয়েছেন।


আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু ব্যবস্থাপনা কঠিন: স্বাস্থ্য অধিদফতর


একই সময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ৪৫০ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৭৮৫ জন এবং ঢাকার বাইরে ৬৬৫ জন।


এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২ জনের মৃত্যু হয়েছে।


জেবি/এসব