মায়ের কবরের পাশে সমাহিত সিরাজুল আলম খান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৪ পিএম, ১০ই জুন ২০২৩

মা সৈয়দা জাকিয়া খাতুনের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ওরফে দাদা ভাই (৮২)।
শনিবার (১০ জুন) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।
আরও পড়ুন: সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
এদিন সন্ধ্যা ৬ টায় বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব উনার ও দ্বিতীয় জানাজা শেষে সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে মা সৈয়দা জাকিয়া খাতুনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে তাকে সমাহিত করা হয়।
আরও পড়ুন: রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান মারা গেছেন
এর আগে শনিবার দুপুর ২ টার দিকে পৈতৃক ভিটায় আলিপুর সাহেব বাড়িতে সিরাজুল আলম খানের মরদেহ আনা হয়। জাতীয় নেতা আ স ম আবদুর রব, বিএনপি, আওয়ামী লীগ ও জাসদসহ সেখানে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। এ সময় প্রিয় নেতার লাশ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮

মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ–মালয়েশিয়া: সহযোগিতা বৃদ্ধিতে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর

উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না: রিজওয়ানা
