মুন্সীগঞ্জ সদর উপজেলা আ'লীগের সভাপতি আফসার উদ্দিন, সম্পাদক শামসুল কবীর


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩


মুন্সীগঞ্জ সদর উপজেলা আ'লীগের সভাপতি আফসার উদ্দিন, সম্পাদক শামসুল কবীর
ছবি: দৈনিক জনবাণী

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আফসার উদ্দিনকে সভাপতি ও  শামসুল কবীরকে সম্পাদক নির্বাচিত হয়েছে।


শনিবার (১০ জুন) এ সম্মেলনটি অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জের ফ্লাইট লেফট্যানেন্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। মঞ্চটি ছিলো নৌকার আদলে তৈরি । দীর্ঘ দশ বছর পর মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উৎসব আমেজ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দিয়েও নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন মাঠ ছিলো ভরপুর ।


সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সম্মেলনের উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।


এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, মুন্সিগঞ্জ-৩আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস,শেখ লুৎফুর রহমান,মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বিভিন্ন নেতৃবৃন্দসহ প্রতি ইউনিয়ন থেকে আগত কাউন্সিলরগণ। 


আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন


সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধরান সম্পাদক শেখ লুৎফর রহমান। প্রথম অধিবেশনের পর জেলা শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমিতে ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষনা করা হয়। এ অধিবেশন শুরু বিকাল ৫টার সময়। সেখানে সকল কাউন্সিলররা উপস্থিত হন।


আরও পড়ুন: মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস চাপায় যুবক নিহত


এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।


সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  হিসেবে আফসার উদ্দিন ভূইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে শামসুল কবীর মাষ্টারের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।


জেবি/এসবি