শীতলক্ষ্যায় জাহাজের ট্যাংকিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩


শীতলক্ষ্যায় জাহাজের ট্যাংকিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ওয়েল ট্যাংকারের ইঞ্জিন রুমে বিস্ফোরণে ৮ জন দগ্ধের ঘটনায় সোহেল (৩৮) একজন মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছাল।


রবিবার (১১ জুন) সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইলিয়াসের মৃত্যু


শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 


আরও পড়ুন: নারায়ণগঞ্জে তিতাসের লাইনে লিকেজ, গ্যাস সরবরাহ বন্ধ


তিনি বলেন, “শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণের দগ্ধ সোহেল আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ৪৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ‍্যালেশন ইনজুরি হয়েছিল। এর আগে তাজুল ইসলাম, হুমায়ুন কবির ও রুবেল নামে আরও তিনজন মারা গেছেন।”


জেবি/এসবি