নারায়ণগঞ্জে তিতাসের লাইনে লিকেজ, গ্যাস সরবরাহ বন্ধ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:০১ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩


নারায়ণগঞ্জে তিতাসের লাইনে লিকেজ, গ্যাস সরবরাহ বন্ধ
ছবি: সংগৃহীত

গ্যাস লাইনে লিকেজের কারণে অনির্দিষ্টকালের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাহ উদ্দিন।


এ প্রসঙ্গে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) সেলিম মিয়া বলেন, সাধারণত লাইনে যেমন লিকেজ থাকে, তেমন লিকেজ সেখানে পাওয়া গেছে। তিতাসের টিম কাজ করছে। লিকেজের কারণে কয়েকটি ইন্ডাস্ট্রির সংযোগ বন্ধ রাখতে হয়েছে।